ওয়াসিম বারি
পঞ্চায়েত ভোটের আগে বিএসএফ এর অগ্নেয় অস্ত্র উদ্ধার বাগদায় ৷গতকাল রাতে বিএসএফ এর ২৩ নম্বর ব্যাটেলিয়ন এর জওয়ানেরা বাগদা থানার বয়রা কুলনন্দপুর এলাকা থেকে ৩টে পিস্তল ৪ রাউন্ড গুলি উদ্ধার করে । সন্দেহ জনক যুবক কে জিগ্যাস করতেই অস্ত্র বোঝাই ব্যাগ ফেলে পালিয়ে যায় ৷