শুক্রবার, এপ্রিল ১৩, ২০১৮

মাধ্যমিক কান্ডে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবিতে ময়নাগুড়ি বিডিও কে স্মারকলিপি

সোমনাথ চক্রবর্তী

শুক্রবার ময়নাগুড়ি বিডিও অফিসে নাগরিক চেতনা কমিটির পক্ষ থেকে সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের শাস্তির দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।উল্লেক্ষ গত ২৩শে মার্চ হাইস্কুলের প্রধান শিক্ষক ও আরো ৬ জনকে পর্ষদ অফিসে ডেকে নিয়ে গিয়ে জেরা করা হয়।সেদিন পর্ষদ সভাপতি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন আগামী সপ্তাহে পর্ষদ সির্দ্ধান্ত জানিয়ে দেবে। তার পর ৩ সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও পর্ষদসভাপতি আশ্চর্যজনক ভাবে নিরব।এর পর গতকাল একটি দৈনিক সংবাদ পত্রে প্রকাশিত খবরে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে।এসব কারনে এ দিন নাগরিক চেতনা  পক্ষ থেকে বিভিন্ন দাবিতে যেমন ময়নাগুড়ি সুভাষ নগর হাইস্কুলের প্রশ্নপত্র কেলেঙ্কারি ঘটনা ধামাচাপা দেওয়া চলবে না।বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে দোষিদের শাস্তির ব্যবস্থা করতে হবে।শিক্ষক বিশ্বজিৎ রায় ও অন্যান্য প্রতিবাদী ব্যক্তিদের নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা গ্রহন করতে হবে।অবিলম্বে এই স্কুলের পঠন পাঠন স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে হবে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER