সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি
বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২নং এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি প্রার্থী গোবিন্দ পাল ও পঞ্চায়েত প্রার্থী বাবলু রায় ভোটের প্রচার শুরু করে দিলেন।এ দিন তারা দলীয় সমর্থকদের নিয়ে টেকাটুলি বাজারে ঘোরেন ও সাধারন মানুষজনের সাথে বাক্যবিনিময় করেন।পঞ্চায়েত সমিতির আসন প্রার্থী গোবিন্দ পাল বলেন -আমি জয়ের ব্যপারে একশত শতাংশ আশাবাদী। আমি খাগড়াবাড়ি ২ নং আঞ্চলের ১৬এর১৫৯/১৬০/১৬৩এবং ১৬৪নং বুথের প্রার্থী। এ এলাকার সমস্ত মানুষ আমার সাথে আছে। মমতা ব্যনার্জীর চিন্তাধারা, উন্নয়ন এর দিকেই মানুষজন বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করবে।আমি ৪টি পঞ্চায়েত আসন অবশ্যই জিতিয়ে আনবো। জনগন আমার পাশেই থাকবে।মানুষের ভালোবাসা,আশীর্বাদে পঞ্চায়েত সমিতি আসন থেকে আমি বিপুল ভোটে জয়যুক্ত হবো।অপর দিকে ১৬/১৬২নং বুথের পঞ্চায়ত প্রার্থী বাবলু রায় বলেন -আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবো,শুধু সময়ের অপেক্ষা।এই এলাকায় ১১টা গ্রাম পঞ্চায়েত সদস্য ৩টা পঞ্চায়েত সমিতি সদস্য। সবকটি আসনেই বিপুল ভোটে আমরা জিতবো।মমতা ব্যনার্জীর উন্নয়নে সাড়া দিয়ে মানুষের ঢল নেমেছে। অবশ্যই আমরা জিতব শুধু সময়ের অপেক্ষা।