বৃহস্পতিবার, এপ্রিল ১৯, ২০১৮

আসানসোলে শিশুমৃত্যুর বিচার কি পাবেনা বাবা মা?

মোহন সিং

আসানসোলঃ—লোয়ার কুমারপুর নিবাসী অক্ষয় ঘোষ গত ২০/৩/২০১৮ তারিখে তার ছয় মাসের মেয়ে খুশিকে বিকেল ৩:৩০নাগাদ চিকিৎসার জন্যে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন৷ওই দিনই রাত্রি দশটা নাগাদ খুশি মারা যায়৷খুশির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ তুলে ওই বেসরকারি হাসপাতালের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন খুশির বাবা-মা(অক্ষয় ঘোষ,রূপা ঘোষ)৷এরপর এই অবস্থান বিক্ষোভের সাথে সহমত ও সহমর্মীতায় শহরের জনগণ মোমবাতি মিছিলও করে৷তবু খুশি ঘোষের মৃত্যুর সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ৷যদিও হাসপাতাল জানিয়েছে নিউমোনিয়ার চিকিৎসা শুরুহয়েছিল খুশির৷খুশি মারা গেছে কার্ডিয়াক ফেলিওরএ৷কিন্তু খুশির বাবার বক্তব্য খুশির নিউমোনিয়া হয়নি৷এমনকি খুশির চিকিৎসার দাবি করা হয়েছে যে শিশু বিশেষজ্ঞের নামে;তিনি হাসপাতালে আসেন খুশির মৃত্যুর পর৷হাসপাতাল কর্তৃপক্ষ আর এম পি দিয়ে চিকিৎসা করিয়েছে তার মেয়ের৷তাছাড়া খুশির নিউমোনিয়া হয়নি৷চেষ্ট রিপোর্ট তাই বলছে৷খুশির বাবা দাবি করেছেন তার মেয়ের মৃত্যুর প্রকৃত কারণের জন্যে সঠিক তদন্ত বা প্রয়োজনে সিবিআই তদন্ত করা হোক৷অক্ষয় বাবু ইতিমধ্যে আসানসোল উঃ থানা থেকে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন৷সুবিচারের প্রত্যাশায় হাসপাতাল গেটের সামনে ২৭দিন অবস্থান বিক্ষোভ করছেন৷এতেও কোনো সদুত্তর না পেয়ে গত ১৮তারিখ থেকে তিনি আমরণ অনশনে বসেছেন৷এখন দেখার,খুশির বাবা-মা অক্ষয় ঘোষ ও রূপা দেবী হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের শীতঘুম ভেঙে সুবিচার পান কবে৷অক্ষয় বাবু প্রশ্ন রেখেছেন তাদের খুশির মতো আর কত শিশুর মৃত্যু হবে কতদিন ভুল চিকিৎসায়?

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER