মানস দাস,মালদা
মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে উত্তর দিনাজপুরের নির্যাতিতার সঙ্গে দেখা করলেন, পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের এ ডি জি শশীকান্ত পূজারী। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান তিনি। হাসপাতালের পরিকাঠামো, মাতৃমা বিভাগ, পুরুষ ও মহিলা বিভাগ সহ নব নির্মিত ভবনও পরিদর্শন করেন তিনি। পরে সরকারী মহিলা আবাসও পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এম এস ভি পি অমিত দাঁ, ডেপুটি সুপার জ্যোতিষ চন্দ্র দাস সহ অন্যান্য চিকিৎসকেরা। পরিদর্শনের পর কোনো মন্তব্য করতে চাননি এ ডি জি শশীকান্ত পূজারী।অমিত দাঁ জানিয়েছেন, পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।