শ্যামল রায়
প্রার্থীকে বাড়িতে না পেয়ে তাঁর জা ও শাশুড়িকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া জোলপাড়া এলাকায়। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।শান্তিুপুরের বেলঘরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে BJP-র হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন উজ্জ্বলা বিশ্বাস। অভিযোগ, মনোনয়ন তোলার জন্য তাঁকে চাপ দিচ্ছিলেন একদল দুষ্কৃতী। আতঙ্কে এলাকাছাড়া ছিলেন তিনি। গতরাতে উজ্জ্বলাদেবীকে বাড়িতে না পেয়ে তাঁর অন্তঃসত্ত্বা জা ও শাশুড়িকে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি, বাড়ি ভাঙচুর করে লুটপাটও করা হয়। উজ্জ্বলাদেবী বলেন, জাকে মারার পর তাঁর রক্তপাত হতে থাকে। তাঁকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশl