মঙ্গলবার, এপ্রিল ১৭, ২০১৮

অন্ত:সত্ত্বা কে পেটে লাথি মারার অভিযোগ, ফেরার অভিযুক্তেরা

মানস দাস,মালদা

প্রতিবেশীর সাথে বচসা।তারই জেরে অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে।ঘটনায় আক্রান্ত একই পরিবারের তিন সদস্য।ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বাহারাল অঞ্চলের ব্রাহ্মণপাড়া এলাকায়।আক্রান্ত গৃহবধূর এবং তার স্বামী চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।জানাগেছে, আক্রান্তরা হলেন অন্তঃসত্ত্বা গৃহবধূ মঞ্জুরি বিবি(২০) এবং তার স্বামী সেখ মিয়াজুল(২৭)।রাস্তা ব্যবহার করাকে কেন্দ্র করে শেখ মিয়াজুল ও তার প্রতিবেশী সাইদূল সেখের সাথে প্রতিনিয়ত বচসা চলছিল।সেই বচসাকে কেন্দ্র করে সোমবার আবারও দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে।স্বামীকে মারধর দিতে দেখে অন্তঃসত্বা স্ত্রীর বাধা দিতে যায়।তখন দুই মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করে পেটে লাথি মারার অভিযোগ ওঠে সাইদূল সেখ সহ তার পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে।ঘটনার পরই আহতদের উদ্ধার করে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ঘটনায় অভিযুক্ত সাইদূল সেখ, আকাশ সেখ,লাডলি বিবি সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার।ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।তবে ঘটনায় এখনো কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER