নীলাদ্রি ঘোষ
চিত্তরঞ্জন রেল প্রশাসনের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় বামপন্থী শ্রমিক সংঘটন লেবার ইউনিয়ন l স্থানীয় কস্তুরবা গান্ধী হাসপাতালে দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ ও পরে দলের পক্ষ থেকে ন'য় দফা দাবির সমর্থনে হাসপাতলের সিএমও ডা. অলোক মজুমদারের কাছে স্মারকলিপি জমা দেন l এদিনের কর্মসুচিতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারন সম্পাদক রাজীব গুপ্ত , সভাপতি রাজেশ চৌহান , স্নেহাশিষ চক্রবর্তী প্রমুখ নেতৃত্বরা l