সঞ্জয় হালদার
মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসতেই আক্রান্ত সি পি আই (এম) প্রার্থী , লালচাঁদ মান্ডি।
লাল মান্ডী জাম্বনী পঞ্চায়েত সমিতির প্রাথী নমিনেশন দেওযার পর হামলা চালালো তৃনমূল আশ্রিত দুষ্কতিরা। কেড়ে নেওয়া হল ভোটার কার্ড, মোবাইল ব্যাগ সহ প্রযোজনীয় কাগজ পত্র। চোখের আঘাত গুরুতর। প্রচন্ড মারধর করা হয়েছে। তিনি প্রাথমিক শিক্ষক। এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের ঘটনা।