সোমবার, এপ্রিল ২৩, ২০১৮

আগামীকাল পুরুলিয়ায় জনসভা সারবেন মুকুল রায়

সঞ্জয় হাল্দার

ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে পুরুলিয়ার আসছেন মুকুল রায় , দিলীপ ঘোষ রাজ্য সভাপতি , ডুলু মাহাতো ঝাড়খন্ডের বিধায়ক  ও অমর বাউরী ঝাড়খন্ডের মন্ত্রী ।আগামী 24 তারিখে বিকেল 3 টার সময় মুকুল রায় ও ডুলু মাহাতোর বলরামপুরে রোড শো তারপর বরাবাজারের বামুনডিহা হাট ময়দানে 4 টায় জনসভা ।আগামী 25 তারিখে মানবাজার বিধান সভা এলাকার অন্তর্গত পুঞ্চা মন্ডলের বাগদা হাই স্কুল মাঠে  বেলা  ১১:০০ টায় এক ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে, উক্ত জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়, এছাড়াও আরো কয়েকজন সুকূশলী বক্তা উপস্থিত থাকবেন । বিকেল 4 টায় সাঁওতালডি বীরশা ময়দানে জনসভা হবে ।সেই সভায় বক্তব্য রাখবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ঝাড়খন্ডের মন্ত্রী অমর বাউরী ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER