ওয়াসিম বারি
ইলেকট্রিক শক খেয়ে ঘটনাস্থলেই মারা যায় বছর ৩৫ এর শেখ আকবর আলি।
হাবড়া থানার বিড়া ইছাপুরের কলুপাড়া এলাকার ঘটনা।জানা যায় আজ বিকেলে ৫ টার সময় ইলেক্টটিক লাইনের কাজ করতে গিয়ে একটা ফোন আসাতে মেইন লাইন অফ করতে ভুলে যায় সে আর তার জেরেই বিপত্তি,ঘটানস্থলেই মারা যায় শেখ আকবর আলি।বাড়ি দেগঙ্গা থানার বারোগাছিয়া।