সুকান্ত ঘোষ
অরাজনৈতিক সন্ত্রাস মঙ্গলকোটে ঘটলে, সেইসব পীড়িত মানুষদের পাশে থাকবে 'সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন '।আজ দুপুরে সংগঠনের রাজ্য সম্পাদক মহম্মদ কামরুজাম্মানের সাথে মঙ্গলকোট সম্পাদক মোল্লা জসিমউদ্দিনের এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়।কোন সংখ্যালঘু ব্যক্তি অরাজনৈতিকভাবে সন্ত্রাসের শিকার হলে পথে নামবে রাজ্যস্তরের এই সংগঠনটি।ইতিমধ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হানাহানি রুখতে রাজভবনে রাজ্যপালের দারস্থ হন কামরুজাম্মান সাহেব।