সৈয়দ রেজওয়ানুল হাবিব
গতকাল ২৭শে এপ্রিল রাতে বাংলাদেশ থেকে বৈধভাবে পাসপোর্ট এ আসা মিনতীশীল (৬৩) স্বামী নিমাই শীল নামে এক বাংলাদেশীর মৃত্যুঃহয়।তার সাথে তার পরিবারের আরও তিন সদস্য-আছে।তারা এখানে বৈধভাবে বেড়াতে আসে।তাকে শাড়াপুল হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যুঃ বলে ঘোষনা করে। ঐ ব্যাক্তির মৃত্যুর কারনজান তে স্বরূপনগর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য বসিরহাট হাসপাতালে পাঠায়।