শুক্রবার, এপ্রিল ২৭, ২০১৮

মানিকচকে পথদুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নিয়ে পথঅবরোধ

মানস দাস,মালদা

পথ দুর্ঘটনায় মৃত্যু  হলো এক যুবকের।এই ঘটনায় ক্ষিপ্ত জনতা ঘাতক ট্রাককে ধরে চালায় ভাংচুর।চলে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।যুবক ছেলের এমন মৃত্যুতে গভীর শোকাহত পরিবার সহ এলাকাবাসী।ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদার মানিকচক থানার মানিকচক-রতুয়া রাজ্য সড়কের ওপর নূরপুর এলাকায়।পুলিশ সূত্রে জানাগেছে,মৃতার নাম আশিক মিঞা(২৩)।স্থানীয় মতে, শুক্রবার সকাল নাগাদ বাড়ির বাজার সেরে জমিতে কাজের উদ্দেশ্যে সাইকেলে করে রওয়া দেন আশিক।সেই সময় একটি ইট বোঝাই ট্রাক রাতুয়ার দিক থেকে মানিকচকের দিকে যাওয়ার সময় সাইকেলের পেছন থেকে ধাক্কা মারে।সাইকেল আরোহী যুবক রাস্তায় পড়তেই ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী।ঘাতক গাড়িটিকে ধরে চালায় ভাংচুর।সাথে মানিকচক রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোপ দেখান।ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোপ দেখায় এলাকাবাসী।দীর্ঘ প্রায় তিন ঘন্টা অবরোধের পর পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয় বাসিন্দারা জানান,মৃত যুবকের বাবার নাম আবুল মিঞা।পরিবারে দুই ভাই ও দুই বোন রয়েছে।আশিক মিঞা ছিল পরিবারের বড়ো ছেলে।পরিবারের আর্থিক দুর্বলতার কারণেই খুব কম বয়সে পড়াশোনা ছেড়ে বাবার কাজে হাত লাগিয়ে ছিলো আশিক।জমিতে চাষবাস আবার কখনো ভিনরাজ্যে পারি দিয়ে পরিবারের অর্থ যোগান দিত এই যুবক।পরিবারের মূল অর্থ উপার্জন কারীর এমন মৃত্যুতে শোকাহত সকলেই।সরকারের আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন এলাকাবাসী।ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন।সাথে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।সাথে ঘাতক গাড়ি ও চালককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER