সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি
ময়নাগুড়ির সার্করোডে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের।তাঁর সঙ্গী গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ ময়নাগুড়ি চ্যাংরাবান্ধা সার্করোডে ধরলা সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটেছে।মৃত বাইক চালকের নাম শুভম রায় (২৩)।তাঁর সঙ্গি তাপস রায় (২৫) বর্তমানে চিকিৎসাধীন।তাঁরা দুজনেই স্থানীয় একটি প্লাইউড ফ্যাক্টরিতে কাজ করতেন।তাঁরা রাতে বন্ধুর বাড়ি থেকে সংক্রান্তির নেমন্ত্রন খেয়ে বাড়ি ফিরছিলেন।ভূষ্কাডাঙ্গার বাসিন্দা।সেই সময় চ্যাংরাবান্ধার দিক থেকে আসা একটি ট্রাক শুভমদের ধাক্কা মেরে পালিয়ে যায়।গভীর রাতে স্থানীয়রা খবর পেয়ে শুভম ও তাপস কে চিকিৎসার জন্য ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন।চিকিৎসকরা শুভমকে মৃত বলে ঘোষনা করেন।তাপসকে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।পরে সেখান থেকে তাপসকে উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
শুভমের বাবা স্বদেশ রায় বলেন,আমার ছেলে শুভম তাঁর বন্ধু তাপসকে নিয়ে তাদের আর এক বন্ধুর বাড়িতে সংক্রান্তির নেমন্ত্রন খেয়ে রাতে বাড়ি ফিরছিল।সেই সময় একটি ট্রাক তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়।ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।