সুদিন মন্ডল
তৃতীয় দিনের শেষেও ভাতাড়ে নমিনেশন তে এগিয়ে বামফ্রন্ট, দ্বিতীয় স্থানে বিজেপি। ভাতার এর 201টি পঞ্চায়েত আসনে বুধবার পর্যন্ত 111টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে বামফ্রন্ট 41টি, বিজেপি 39টি ও তৃণমূল 30 টি ও নির্দল 01 আসনে মনোনয়ন জমা করেছে। সমিতিতে 18টি জমার মধ্যে বামফ্রন্ট 07,তৃণমূল 06 ও বিজেপি 05 টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। বিরোধীশিবির এর সাথে গত তিন দিন ধরে প্রতিযোগীতায় পিছিয়ে পড়ে স্বভাবতই নেতৃত্বের প্রতি হতাশ ভাতাড়ের শাসক দলের কর্মী সমর্থকরা ।