সুদিন মন্ডল
ভাতারের বামশোর গ্রামে এক ভূতুড়ে পুকুরের সন্ধান পাওয়া গেল। গ্রামের বাগান পাড়ার শেখের পুকুর পাড়ের বাসিন্দাদের অভিযোগ বাড়ীর সুস্থ হাঁস পুকুরে নামার কিছু সময় পরেই ছটফট করে মারা যাচ্ছে। সারা দিনে 150 টিরও বেশী হাঁস মারা গেছে, অথচ পুকুরের কোনো মাছ মারা যায়নি। এই ভূতুড়ে কাণ্ডে আতঙ্কে এলাকাবাসী।