সাধন মন্ডল
বাঁকুড়ার জয়পুর ব্লকের রাউৎখণ্ড স্পোটিং এসোসিয়েশন এর উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরে চারজন মহিলা সহ ষাটজন রক্তদান করেন। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পঃবঙ্গ সরকারের পঞ্চয়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। ক্লাব সম্পাদক রাধানাথ বাগ্দী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় আমাদের ক্লাব এবছর সরকারী সাহায্য পেয়েছে তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ জানাই। ক্লাব সদস্য রাকেশ বটব্যাল, প্রশান্ত ঘোষরা বলেন গ্রীষ্মকালে রক্তের চাহিদামেটাতে আমাদের এই উদ্যোগ। আমরা আশারাখছি এবার থেকে প্রতিবছর রক্তদান শিবির করবো।