সোমবার, এপ্রিল ০৯, ২০১৮

রক্তদান শিবির বাঁকুড়ার জয়পুরে

সাধন মন্ডল

বাঁকুড়ার জয়পুর ব্লকের রাউৎখণ্ড স্পোটিং এসোসিয়েশন  এর উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান  শিবিরে চারজন মহিলা সহ ষাটজন রক্তদান  করেন। এই রক্তদান  শিবিরের উদ্বোধন  করেন পঃবঙ্গ সরকারের পঞ্চয়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। ক্লাব সম্পাদক রাধানাথ বাগ্দী বলেন  মুখ্যমন্ত্রী  মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় আমাদের ক্লাব এবছর সরকারী সাহায্য পেয়েছে তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ জানাই। ক্লাব সদস্য রাকেশ বটব্যাল, প্রশান্ত ঘোষরা বলেন গ্রীষ্মকালে রক্তের চাহিদামেটাতে আমাদের এই উদ্যোগ। আমরা আশারাখছি এবার থেকে প্রতিবছর রক্তদান শিবির করবো।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER