ওয়াসিম বারি
পুলিশ সূত্রে খবর আজ সকাল দশটা নাগাদ লালবাজারে একটা ফোন যায় যে নির্মীয়মাণ মেট্রো স্টেশনে একটি বোমা পড়ে রয়েছে লালবাজার থেকে ফোন করে ফুলবাগান থানা কে। ফুলবাগান থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে বম্বস্কোয়াড কে সঙ্গে নিয়ে। বেলেঘাটা সুভাষ সরোবরে নির্মীয়মাণ মেট্রো স্টেশন থেকে উদ্ধার হল গ্রেনেড-বোমা। পুলিশ সূত্রে খবর এটি একটি ডেডসেল কিন্তু কীভাবে এখানে এলো সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় কর্মীদের মধ্যে।