সুকান্ত ঘোষ
শুক্রবার সকালে মঙ্গলকোটের নবগ্রামে রুমু মাঝী (১৭) নামে এক নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা যায়।গোতিস্টার স্বর্গীয় রবি মাঝীর মেয়ে রুমুর সাথে নবগ্রামের তাপস মাঝীর বিয়ে হয় নয়মাস পূর্বে।পণের জন্য শারীরিক ও মানসিক অত্যাচার চলত। মৃতার মা এবং এক মানসিক ভারসাম্যহীন ভাই রয়েছে।অভিযোগ শ্বশুরবাড়ীর লোকেরা শ্বাসরোধ করে দেহ ঝুলিয়ে দেয়।