সঞ্জয় হালদার
অবশেষে দীর্ঘ বন্দী জীবন কাটিয়ে মুক্তি পেতে চলেছেন লালগড় আন্দোলনের নেতা এবং তদানিন্তন সময়কার সংবাদের শিরোনামে থাকা ছত্রধর মাহাত । ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১৮, প্রায় ন’বছর পর লালগড় আন্দোলনের নেতা ছত্রধর মাহাতোকে জেল থেকে মুক্তি দিতে উদ্যোগী রাজ্য সরকার। লালগড় থানার একটি মামলায় সন্ত্রাসদমন আইনে বা ইউএপিএ-তে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছত্রধর এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি।