ওয়াসিম বারি
গত ২৫শে মে উঃ ২৪ পরগনার ছোটো জগুলিয়ার বয়রা গ্রামের বাসিন্দা সার্জিনা বিবির মৃতদেহ উদ্ধার হয় । এখনো পর্যন্ত কোনো অপরাধী আটক না হওয়ায় এলাকার বাসিন্দারা আজ দত্তপুকুর থানা ঘেরাও করে । তারপর পুলিশ দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। মৃতার কাকার দাবি দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে । যাতে আর কাউকে এভাবে প্রাণ হারাতে না হয়।