সোমবার, মে ২৮, ২০১৮

চলছে কেষ্ট ক্ষ্যাপা মেলা

সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লকের মহেশডাঙ্গা ক্যাম্প উত্তর পাড় বাঁধে পাগলের ভক্তবৃন্দের পরিচালনায় শ্রীশ্রী কেষ্ট ক্ষ্যাপা গনেশ পাগলের কুম্ভ মেলা শুরু হল। সারা রাজ্য থেকে কুড়ি পঁচিশ হাজার মানুষের সমাগম হয়। মূল অনুষ্ঠান শুরু হয় রাত নয়টায় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে। পঞ্চমঞ্চে হরিসভা, বাউল, হোমযজ্ঞ, শ্মশান কালী মায়ের পুজো, আদিবাসী নৃত্য, বস্ত্র বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, প্রসাদ বিতরণ ইত্যাদি কর্মসূচীতে সারারাতব্যাপি অনুষ্ঠান চলে।  মতুয়া সংঘের গনেশ পাগলের এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ সুশীল পাগল ঠাকুর বাবা। যিনি নিজে সাধুবাবাদের নিয়ে হোমযজ্ঞ ও মা কালীর পূজা করেন। সভাপতি স্বপন মন্ডল, সম্পাদক বিশ্বজিৎ ভক্ত, শ্যামল মন্ডল, ভোলা হাওলাদারেরা জানান প্রতি বছর ১৩ই জ্যৈষ্ঠ এই কুম্ভমেলা হয়, এবারে ১৬তম অনুষ্ঠান হচ্ছে। এখানে এতো মানুষের সমাগমে অনুষ্ঠান চলে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছাড়ায়। এখানে শান্তিরঞ্জন বিশ্বাস রচিত পিপিল অধিকারীর নির্দেশনায় শান্তি স্যতবীণা যাত্রা পালা পরিবেশিত হবে। সমস্ত অনুষ্ঠান পৃথক মঞ্চে একই সঙ্গে চলে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER