মোহন সিং
পঞ্চায়েত ভোটের পরে সেই উন্নয়নের পক্ষেই সওয়াল পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাশন দাশু। ভোটের সন্ত্রাসকেও তিনি মানতে চাইলেন না। বরঙ বাম আমলে এর চেয়ে বেশী সন্ত্রাস হত বলে দাবি ভি শিবদাশন দাশুর। মিথ্যে মামলা তে ফাঁসানো থেকে শুরু করে মারধর পর্যন্ত করা হয়েছিল বাম আমলে।