বুধবার, মে ১৬, ২০১৮

কুলতলিতে বুথ দখল করতে গিয়ে হত তৃনমূল কর্মী


উজ্জ্বল বন্দোপাধ্যায়

গত সোমবার রাতে ভোট দিয়ে বেরিয়ে যাবার পথে গনপিটুনিতে মারা গেল সুবিদ আলি মোল্লা(২২)নামে এক তৃনমুল কর্মী।বাড়ি খালদার পাড়াতে।ঘটনাটি ঘটেছে কুলতলি থানার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ৫৪নং বুথের বাইরে।সুবিদের দেহ একটি মাঠ থেকে উদ্ধার করেন পুলিশ।দেহটিকে জামতলা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করেন ডাক্তাররা। এলাকা সুত্রে  জানা গেল,এই বুথে তৃনমূল,এসইউসি ও বিজেপির ছিল।রাতে ভোট চলাকালীন সুবিদ আলি দলবল নিয়ে বুথ দখল করতে যায়।সেই সময় তৃনমূল বিরোধীরা একজোটে তারা করে।ভয়ে পালাতে গিয়ে ওদের হাতে গনপিটুনির শিকার হয় সুবিদ।৬টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়াহয়।কিন্ত ু মৃত সুবিদ আলির কাকা চুপড়িঝাড়া তৃনমূল অঞ্চল সভাপতি হামিদ আলি মোল্লা বলেন,আমার ভাইপো সুবিদের সাথে বিজেপির ছেলেদের একটু বচসা হয়।তারপরেই ৫০০-৬০০বিজেপির লোক তারা করে আমার ভাইপোকে মেরে দিল।গাড়ি জালিয়ে দিল।আমরা কোন রকমে পালিয়ে বাচি।তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির জেলার নেতা সুনীপ দাস।তিনি বলেন,সুবিদ দলবল নিয়ে বুথ দখল করতে এসেছিল তখন সবাই মিলে তা প্রতিরোধের মধ্য পড়ে সে মারা যায়।এতে বিজেপির কেউ দায়ী নয়।সোমবার রাত থেকে এলাকায় চরম উওেজনা থাকায় পুলিশ মোতায়েন আছে। সোমবার রাতে ও মঙ্গলবার ও এলাকায় গিয়ে দেখা গেল,এলাকা পুরোপুরি থমথমে।পুলিশ তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেল।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER