সুকান্ত ঘোষ
মঙ্গলকোটের বাইপাস মোড় এলাকায় ভূমি সংস্কার দপ্তরের চেকিং পোষ্ট তৈরির কাজ চলছে।নিকটবর্তী অজয় নদ থেকে বালির গাড়ীগুলি চালান দেখার জন্য এই চেকিং পোস্ট।বাদশাহি সড়কে প্রত্যেকদিন শয়ে শয়ে বালির গাড়ী যাতায়াত করে থাকে।অভিযোগ বেশিরভাগই বেআইনিভাবে বালি চুরি করে নিয়ে যায় গাড়ীগুলি।