ম্যাজিক এবং একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুই মহিলা সহ মোট ৬ জন।সোমবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের কামাত চ্যাংরাবান্ধা ধরলা সেতু সংলগ্ন কার্তিক কলোনি এলাকায়।জানাগেছে এই ঘটনায় আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে।বাকিদের চ্যাংরাবান্ধা হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।গুরুতর জখমরা হলেন মোস্তাফুল হক মায়া বর্মন এবং সূর্যা রায় ।এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এদিন একটি ম্যাজিক মাথাভাঙ্গার দিক থেকে চ্যাংরাবান্ধার দিকে আসছিল।এইসময় উল্টো দিকথেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।এনিয়ে চ্যাংরাবান্ধা মাথাভাঙ্গা সড়কে উত্তেজনা তৈরি হয়।স্থানীয়রা রাস্তার উপর দাঁড়িয়ে কিছুক্ষণ বিক্ষোভ আন্দোলন করেন।এতে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ম্যাজিক গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ।এখনো অবধি কোনো গ্রেপ্তারের খবর নেই।