সৈয়দ রেজওয়ানুল হাবিব
২রা মে দুপুর ২টা নাগাদ আকাশে প্রচন্ড মেঘ দেখে মাটে ধান সংগ্রহ করার সময় বজ্রপাতে স্বরুপনগর এর দত্তপাড়া গ্রামের সাবির হোসেন ঢালী (২০) পিতা মাওঃ আব্দুল গফুর ঢালী, গুরুতর আহত হয়ে মাঠেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা শাড়াপুল গ্রামীন হাসপাতালে ভরতি করে। তার অবস্থা আশংকাজনক।অন্য দিকে স্বরূপনগরের বড় বাকড়ায় সঞ্চয়িতা সরকার (২৬) স্বামী মন্টু সরকার বজ্রপাতের ফলে আক্রান্ত হয়ে মাঠে নিহত হয়।সেও ধান সংগ্রহের জন্য অন্যের জমিতে কাজ করছিলো৷