সাধন মন্ডল
বাঁকুড়ার বিখ্যাত গ্রাম পাঁচমুড়া। এই গ্রামের মানুষজনের হাতের তৈরী মাটির হাতিঘোড়া(টেরাকোটা) আজ বিশ্ববন্দিত শিল্পকর্ম। আজ থেকে প্রায় পাঁচশত বছর আগে কয়েকজন মানুষ শুরু করেন। মন্দিরনগরী বিষ্ণুপুরে মল্লরাজাদের তৈরী মন্দিরগুলিতে টেরাকোটার শিল্পকর্ম দেখতে পাওয়া যায়। এই শিল্পে যুক্ত বেশ কয়েকজন শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন।এছাড়া রাজ্যস্তরের পুরস্কার প্রাপ্ত শিল্পীর তালিকাটাও বেশ
দীর্ঘ। বংশ পরম্পরায় এই কর্ম করে চলেছেন বিশ্বনাথ কুম্ভকার, জগন্নাথ কুম্ভকার, বৈদ্যনাথ কুম্ভকার, চন্ডীদাস কুম্ভকার, সৌম্যদীপ কুম্ভকার, ভুতনাথ কুম্ভকার। সহ আরো অনেকেই। এখন হাতিঘোড়া ছাড়া নানান দৃশ্যাবলী তুলে ধরছেন শিল্পীরা। সেই রকম একজন দুস্হ শিল্পী হলেন ভুতনাথ বাবু।ইনি বতর্মানে অপুও দূর্গার রেলগাড়ীর দৃশ্য,শকুন্তলা,আদিবাসী নৃত্য, রাসলীলা, এছাড়া টেরাকোটার টাইলস তৈরী করে চলেছেন।তবে শিল্পীদের অভিযোগ আমাদের শিল্পকর্মকে বিশ্বের বাজারে তুলে ধরতে সরকারীভাবে সেরকম কোনো উদ্যোগ নেই। তবে আমরা আশাবাদী বতর্মান মা মাটি মানুষের সরকার যেখানে কন্যাশ্রী,যুবশ্রী,রুপশ্রী, সহ নানান প্রকল্প শুরু করেছেন তেমনি কমর্শ্রী প্রকল্প চালু করবেন। তাহলে বিভিন্ন শিল্পকর্মের সাথে যুক্ত থাকা অনেক অসহায় শিল্পী ও শিল্পকর্মের সাথে যুক্ত পরিবার অসহায়তার হাত থেকে মুক্তি পাবে।ভুতনাথ বাবু দীর্ঘ ত্রিশ বছর ধরে এই শিল্পকর্ম করে আসছেন। তিনি বলেন সরকার এ বিষয়ে একটু নজর দিলে ভাল হয়।