সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্বরূপনগরব্লকে ১০টি পঞ্চায়েত এর মধ্যে ৯টি, পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ২৯টি এবং ১৩,১৪,ও ১৫নং জিলা পরিষদ আসনে তৃনমুল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়.| এককথায় স্বরূপনগর ব্লকে সবুজের উল্লাস চলছে।বিজয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন বিডিও বিপ্লব বিশ্বাস সাথে ছিলেন জয়েন্ট বিডিও তাপস কুমার সহ অন্যরা।