সৈয়দ রেজওয়ানুল হাবিব
বাদুড়িয়া তৃনমুল কংগ্রেসের নেতা ও পৌরসভার পৌরপ্রধান তুষার সিংহের প্রচেষ্ঠায় ৩টি জেলা পরিষদই দখল করল তৃনমুল কংগ্রেস। এরই মধ্যে ১৮নং জেলা পরিষদ আসনে ২১৯৯০ জয়লাভ করলেন প্রার্থী মমতাজ খাতুন।এই প্রথম বাদুড়িয়া তৃনমুল কংগ্রেসের ব্যাপক জয়লাভ হল।তাকে নির্বাচনে জয়লাভের পর শংসাপত্র প্রদান করেন বাদুড়িয়া বিডিও ত্রিভুবন সাহেব৷ সাথে ছিলেন জয়েন্ট বিডিও পার্থ সারথি ঘটক, বিশিষ্ঠ কবি জনাব আমির আলি, বাদুড়িয়া টাউন তৃনমুল যুব কংগ্রেসের সভাপতি গৌতম গুপ্তা, ব্লক সংখ্যালঘু সভাপতি আশিক বিল্লা, ব্লক টি.এম.সির সভাপতি নাজিবুর রহমান সহ অন্যরা ৷