মানস দাস,মালদা
চারটি বিরল প্রজাতির তক্ষক সহ দুইজনকে আটক করল বি এস এফ। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ওই তক্ষক গুলি বাংলাদেশে পাচারের করার চেষ্টা করছিল অভিযুক্তরা বলে জানা গেছে। মালদা জেলার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে বিএসএফ। ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির চারটি তক্ষক। যেগুলির বাজারমূল্য প্রায় কোটি টাকা। কি উদ্দেশ্যে পাচারকারীরা পাচারের চেষ্টা করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। বিএসএফ উদ্ধার হওয়া চারটি তক্ষক ও ধৃতদের বনদফতরের হাতে তুলে দেয়। ধৃতদের নাম,হারান বিস্বাস(২৮) ও শিবা বিশ্বাস(২৫)। অভিযুক্তরা হবিবপুর থানার নন্দক এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে।