মানস দাস,মালদা
এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মালদার ভালুকা এলাকা। পিকআপ ভ্যানের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ভালুকা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারবর্গ ও এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকার মালদা চাঁচল রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম,হোসেন আলী(৫৫)। পেশায় তিনি ছিলেন এক গৃহশিক্ষক। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বেগুনবাড়ি গ্রাম থেকে ভালুকায় যাচ্ছিলেন টিউশন পড়াতে। এমন সময় হঠাৎ করে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিজনদের অভিযোগ, পরিবারের লোক না আসতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে পরিবারের লোকেরা এবং স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশ ফাঁড়ির ভিতরে ঢুকে বিক্ষোভ দেখায়। সাময়িক এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।জানা গিয়েছে ঘাতক পিকআপ ভ্যানটি কে আটক করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ।