বুধবার, মে ৩০, ২০১৮

ধাত্রীগ্রাম ডিএড কলেজে অচলাবস্থা


শ্যামল রায়

বুধবার কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রাম ডিএড কলেজে প্রশিক্ষণরত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন দাবির ভিত্তিতে ক্লাস বয়কট করলেন। পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আরো অভিযোগ প্রশিক্ষকরা তাদের সাথে দুর্ব্যবহার করেছে।
কালনা উত্তর অবর বিদ্যালয় পরিদর্শককে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা।পার্শ্ব শিক্ষিকা জবা বাগ সুপ্রিয়া হাজরা শামসু নিন্নাহার খাতুন অভিযোগ করেছেন যে প্রচন্ড গরমের সময় তাদের দাবি ছিল উপরে ক্লাস না করিয়ে নিজের রুমে ক্লাস করানো হোক।বারবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানানো সত্ত্বেও কোনো কর্ণপাত করেননি তিনি।
বুধবার এই নিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিদ্যালয় প্রশিক্ষণ দেওয়া শিক্ষকরা। পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা ক্ষোভে ফেটে পড়েন এবং প্রচন্ড গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নিজের ঘরে ক্লাস করার জন্য দাবি জানাতে থাকে। কলেজ কর্তৃপক্ষ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কথায় কর্ণপাত না করায় শেষমেষ ক্লাস বয়কটের ডাক দেয় পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা। এদিন কোনো ক্লাস হয়নি। পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ ছিল তাদের প্রতি দুর্ব্যবহার করেন কলেজের  শিক্ষক ।
এই প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ মন্ডল জানিয়েছেন যে শেষমেষ নিচের ঘরেই ক্লাস হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে প্রশিক্ষণরত পার্শ্বশিক্ষক ইকরা নির্দিষ্ট সময়ের আগেই বাড়িতে চলে যাবার জন্য তদবির করেন। বিভিন্ন ধরনের অযৌক্তিক দাবি মেনে না নেওয়ায় এই ধরনের আচরণে বলে তিনি জানিয়েছেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER