শ্যামল রায়
বুধবার সাতসকালে পূর্ব বর্ধমান জেলা শাসকের অফিসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।
জানা গিয়েছে যে ঘটনাস্থলে দুইটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভাতে তৎপর হয়। দুইটি চেয়ার দুটি এসি মেশিন 2 টি কেবিন আগুনে পুড়ে হয়ে গেছে।আগুন লাগার ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন বিশেষ ধরনের ক্ষতি হয়নি তবে সমস্ত কাগজপত্র অক্ষত আছে। কোথা থেকে আগুন লেগেছে পরীক্ষা করে দেখা হচ্ছে।
জানা গিয়েছে এদিন সকাল বেলা সাফাই কর্মীরা জেলাশাসকের অফিসে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে এসে নজরে পড়ে জেলাশাসকের চেম্বার থেকে ধোঁয়াশার। ধোঁয়া বের হতে দেখে দ্রুত সাফাই কর্মীরা খবর দেন জেলাশাসক দমকল বিভাগকে।দ্রুত দমকল বিভাগের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিভাতে কাজ শুরু করে দেয়।দ্রুত আগুন নিভে যায়। যত্সামান্য কয়েকটি জিনিসপত্র পুড়ে যাওয়া ছাড়া আর ব্যাপক ধরনের ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। কিভাবে আগুন ধরলো তদন্ত করে দেখছে দমকল বিভাগের কর্মীরা এছাড়াও ইলেকট্রিক দপ্তরের কর্মচারীরা।