পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলায় পায়ের তলা থেকে মাটি হারিয়েছে কংগ্রেস। প্রবল ধস নেমেছে ভোট ব্যাংকে। গনি মিথ ভেঙে চুরমার। উন্নয়নের জোয়ারে মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে। কিন্তু মালদা জেলা কংগ্রেস নিজেদের ভুল ত্রুটি সংশোধন না করে তৃনমূলের কুৎসা রটাতেই ব্যস্ত। তারই প্রতিফলন হিসেবে মালদার মানিকচক ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল কংগ্রেস।ব্লক কংগ্রেসের ডাকে মঙ্গলবার মোট আট দফা দাবি নিয়ে ডেপুটেশন বিক্ষোভে সামিল হয় হাতে গোনা জনাকয়েক কংগ্রেস কর্মী সমর্থকেরা।এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে দেন মানিকচক কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম। এদিন প্রায় ঘন্টা খানেক ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেসিরা ।এই প্রসঙ্গে বিধায়ক মোত্তাকিন আলম বলেন,আট দফা দাবি নিয়ে বিডিও-র কাছে এসেছি।এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সারা বাংলা জুড়ে নানান চিত্র দেখেছি।মনোনয়ন থেকে বুথ সমস্তই লুট হয়েছে।কিন্তু অবাক লাগছে গণনাকেন্দ্র লুট হচ্ছে।মানিকচক গণনাকেন্দ্রে লুট হয়েছে।আজ না জিতেও জিতেছে তৃণমূল।কংগ্রেসের এই ব্লক ঘেরাও ডেপুটেশন অভিযান ঘিরে পুলিশি নিরাপত্তা ছিলো চোখে পড়ার মতো।করা পুলিশের পাহারায় মুড়ে ফেলা হয়েছিলো ব্লক প্রশাসনিক ভবন চত্বর। মানিকচক ব্লক তৃণমূল নেতা সুনন্দ মজুমদার বলেন, কংগ্রেস নাটক করছে। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছে। কংগ্রেস মানিকচকে উন্নয়নে করেনি। ঢালাও উন্নয়ন করেছে তৃণমূল তাই মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে।