সোমনাথ চক্রবর্তী
গত ২০/৫/২০১৮ তারিখ ময়নাগুড়ি ব্লকের দক্ষিন কালামাটি গ্রামের বাসিন্দা ব্রজেশ্বর রায়ের ১৬ বছর বয়সের কন্যা সারথি রায় বাড়ি থেকে প্রাইভেটটিউটরের কাছে পড়তে গেলে আর বাড়ি ফিরে আসে না।এর পর বহু খোঁজাখুঁজি করার পড়েও না পেলে গত ২২/৫/২০১৮তারিখ মেয়েটির পরিবার ময়নাগুড়ি থানায় একটি নিখোঁজ ডাইরি করেন।রামশাই অঞ্চল সভাপতি দীগেন্দ্র নাথ অধিকারী বলেন রামশাই এলাকায় এর আগেও এরকম বহু মেয়ে ও বউ নিখোঁজ হয়েছিলো তার মধ্যে কয়েকজন কে পাওয়া গেছে।তিনি এই ব্যপার টা অপহরণ বলে মনে করছেন।হারিয়ে জাবার দিন সারথি রায় হলুদ চুরিদার পরেছিলো,সারথির উচ্চতা ৪ফুট ১০ইঞ্চি,গায়ের রঙ শ্যমলা,চুল লম্বা কালো
হারিয়ে যাবার দিন তার কাছে মোবাইল ছিলো।