সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্বরূপনগর থানার তেপুল মির্জাপুর জিপির অভ্যান্তরে বিভিন্ন রাস্তার ধারে বিশেষ করে মির্জাপুর গ্রামের প্রধান পাকা রাস্তার দুই ধার লাগয়া ফুটপথের ধার ঘেঁষে পার্থনিয়াম (এক ধরনের ক্যানসার বাহী আগাছা)এর বাড়বাড়ন্ত দেখা যায়।অচিরেই যদি এই আগাছার বিনাশ না করা যায় তবে এই আগাছার মুকুল বিকশিত হলে মানব শরীরে শ্বাষকষ্ট থেকে শুরু করে ফুসফুসে ক্যান্সার এর সংক্রমন হতে পারে'।এলাকার কৃষক থেকে শুরু করে এই রাস্তা ব্যাবহারকারী নিত্যযাত্রীদের স্বার্থে প্রশাসনিক প্রচেষ্ঠায় পার্থনিয়াম বিনষ্টে হাত লাগানো দরকার৷