সুকান্ত ঘোষ
পূর্ব বর্ধমান জেলার সীমান্তবর্তী শহর কাটোয়া এবং দাঁইহাটে বেশকিছু সিনেমাহল/হোটেল গুলিতে চলছে মধুচক্র। সম্প্রতি দাঁইহাটে এক সিনেমাহলে আপত্তিকর অবস্থায় থাকা যুগলদের নিয়ে 'জনরোষ' দেখা যায় এলাকায়।কাটোয়া শহরে কিছু হোটেলে স্থানীয় থানার পুলিশ ম্যানেজ করে অত্যন্ত গোপনে চলে মধুচক্র। এইরুপ অভিযোগ স্থানীয়দের।তবে পুলিশের তরফে এই ম্যানেজ বিষয়টি অস্বীকার করা হয়েছে।