ওয়াসিম বারি
উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ১ নম্বর ব্লকের বেড়গুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামতলা এলাকায় ভোটের দিন গত সোমবার বিকালে আচমকা বাইক বাহিনীর দুষ্কৃতীদের হাতে আহত হন তৃনমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী বিপ্লব সরকার ।নির্বাচনের ফল প্রকাশের পর জানা গেছে তিনি ৮১ ভোটে জয়লাভ করেছিলেন, তৃনমূল কর্মী দের মুখে হাসি ফিরিয়ে দিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় l এই ঘটনার পরিপেক্ষিতে শনিবার কার্যত বন্ধের চেহারা নিয়েছে বেড়গুম ১ ও ২ নম্বর পঞ্চায়েত এলাকা । উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ১ নম্বর ব্লকের বেড়গুম ২ নং পঞ্চায়েতের জামতলা এলাকায় গত সোমবার বিকালে আচমকা বাইক বাহীনির হাতে আহত হয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী বিপ্লব সরকার আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, শুক্রবার মৃত্যু হয় বিপ্লব সরকারের। অভিযোগের তির বিজেপির দিকে।গোটা ঘটনার তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ বিবেক বিশ্বাস কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে l