বিকাশ সাহা,কালিয়াগঞ্জ
তৃনমূল প্রার্থীদের সমর্থনে হুড খোলা গাড়িতে রোড শো করছেন তৃনমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। শুক্রবার সকালে ধনকৈল থেকে রোড শো শুরু হয়। তৃনমূল প্রার্থীদের সমর্থনে শতাব্দী রায়ের রোড শো তে ব্লক তৃনমূল সভাপতি তথা জেলা পরিষদের প্রার্থী দধীমোহন দেবশর্মা, জেলা যুব নেতা অনির্বান চক্রবর্তী ছাড়াও বাইক র্যালিতে অংশ নেন কর্মি সমর্থকরা।