সাধন মন্ডল
রাজ্যের মুখ উজ্বল করল পাঁচমুড়ার টেরাকোটা শিল্প। সম্প্রতি এই শিল্প জি আই শিরোপা পেল। এই টেরাকোরা শিল্পটা যে বাঁকুড়ারই তা প্রমানিত হয়ে গেল। রসগোল্লা যেমন এই রাজ্যের তেমনি টেরাকোটাও এখানকারই। টেরাকোটা শিল্পে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া শিল্পী রাসবিহারী কুম্ভকার এর সুযোগ্য নাতি পেশায় শিক্ষক হয়েও দাদুর এই শিল্পকর্মকে ভালোবেসে অক্লান্ত পরিশ্রম করে স্ত্রী , পুত্রকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের কাজ শেষে দিনরাত ধরে এই শিল্পকর্ম করে চলেছেন,এবং মাটির হাতিঘোড়া ছাড়াও নানান আকর্ষনীয় জিনিস তৈরী করে চলেছেন। সঙ্গে পেয়েছেন ভাইপো জগন্নাথ কুম্ভকার সহ অনেককে। জি আই শিরোপা পেয়ে খুশী পাঁচমুড়াবাসী।এ ব্যাপারে বিশ্বনাথ বাবু বলেন" আমাদের বিশ্বজয় করা এই শিল্পকে নিয়ে কিছু মানুষ নিজেদের বলে প্রচার চালাছিলেন আজ তাদের মুখ পুড়ল। জি আই শিরোপা পেল পাঁচমুড়ার টেরাকোটা । আমরা আপ্লুত ও গর্বিত।যারা আমাদের এই শিরোপা দিলেন তাঁদের কৃতঞ্জতা জানাই" উল্লেখ্য ২০১২ সালে বাঁকুড়ার বিষ্ণুপুরের বালুচরি শিল্প জি আই শিরোপা পেয়েছে। বিশ্বের বাজারে আরো একটি মুকুট পেল বাঁকুড়ার পাঁচমুড়া।