রবিবার, মে ২৭, ২০১৮

তীব্র দহনের মাঝে ব্যান্ডেল প্লাটফর্মে অধিকাংশ জায়গায় নেই পাখা


শ্যামল রায়

অবাক হওয়ার মতো ঘটনা‌। হাওড়া ব্যান্ডেল রেল শাখায় একটি গুরুত্বপূর্ণ জংশন ব্যান্ডেল রেলস্টেশন। কিন্তু নেই মাথার উপর কোন পাখা। কচিকাঁচা শিশুরা বৃদ্ধ-বৃদ্ধারা গরমে হাঁসফাঁস করছে। যাত্রীরা বলছেন হাওড়া রেল শাখায় ব্যান্ডেল জংশন থেকে বহুদূর যাতায়াতের জন্য ট্রেন ধরতে অপেক্ষা করেন যাত্রীসাধারণ । কিন্তু গরম হলেও রেলস্টেশনের শেডের নিচেই নেই কোন  পাখা।নবদ্দীপ থেকে একজন সংস্কৃতিকর্মী গৌতম ঘোষ এসেছিলেন হালিশহর যাবেন ব্যান্ডেল রেলস্টেশন নেমে নৈহাটি অপেক্ষা করছিলেন ৫ নম্বর প্ল্যাটফর্মের শেডের নীচে। কিন্তু নেই কোন পাখা। রাগে অভিমানে ফুঁসছিলেন ছিলেন তিনি।প্রচন্ড গরম নেই একটুও বাতাস। তার ওপর রেল স্টেশনে পাখা থাকবে না এটা ভাবতেই যেন অবাক লাগছে গৌতম বাবুর কাছে।রেলের এই ধরনের পরিষেবা জনস্বার্থে খুবই খারাপ বলে তিনি মন্তব্য করেছেন। অভিযোগ যে পূর্ব রেলের উদাসীনতার কারণেই এই ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে।যারা খুবই ছোট শিশুর তাদের পক্ষে গরম সহ্য করে ঘন্টার পর ঘন্টা রেলস্টেশনে বসে থাকা জীবনহানির কারণ হয়ে যাচ্ছে অনেক সময়।ব্যান্ডেল রেলস্টেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে এর কোন সদুত্তর মেলেনি বলে জানা গিয়েছে। যাত্রীরা ক্ষুব্ধ হলেও গরমের হাত থেকে পাচ্ছেন না তারা। দীর্ঘদিন ধরে এই অবস্থা থাকার কারণ রেল কর্তৃপক্ষের উদাসীনতা কেই দায়ী করেছে যাত্রী সাধারণ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER