রবিবার, মে ২৭, ২০১৮

রানাঘাটে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা


শ্যামল রায়

নদীয়া জেলার রানাঘাট থানা এলাকায় এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ধীরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর নাম শ্বেতা সাউ।বয়স১৮।বাড়ির রানাঘাট থানার হবিবপুর বাজার পাড়ায়।পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেয়েকে বকাবকি করার কারণেই শ্বেতা আত্মঘাতী হয়েছে।জানা গিয়েছে যে গতকাল রাতে শ্বেতা কীটনাশক খায়। প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালের তারপরে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে মৃত্যু হয় স্কুলছাত্রীর।পরিবারের তরফে জানানো হয়েছে যে মেয়েটি স্থানীয় ব্রজবালা বালিকা বিদ্যালয় একাদশ শ্রেনীতে পড়তো। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে পরীক্ষার সময়  প্রার্থীদের পরীক্ষায় অনুপস্থিত থাকে সে। পরিবারের তরফে জানানো হয়েছে যে মেয়েটি স্থানীয় ব্রজবালা বালিকা বিদ্যালয় একাদশ শ্রেনীতে পড়তো। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে পরীক্ষার সময় গুগলের প্রার্থীদের পরীক্ষায় অনুপস্থিত থাকে সে। প্রধান শিক্ষিকাকে বারবার বলা সত্ত্বেও 12 ক্লাসে পরীক্ষায় খারাপ করায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই স্কুলছাত্রী। তারপরেই আত্মঘাতী হয়েছে।
পরিবারের তরফে আরও জানানো হয়েছে যে আমরা মেয়েকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে কথা বলেছিলাম । প্রধান শিক্ষিকাকে অনুরোধ করেছিলাম মেয়েকে উত্তীর্ণ করে দেওয়ার। প্রধান শিক্ষিকা উত্তীর্ণ করেনি।
প্রধান শিক্ষিকা জয় রায় জানিয়েছেন যে ওই স্কুলছাত্রীকে বারবার আমরা মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং তার পরিবারের সদস্যরা চেষ্টা করেছিলাম কিন্তু ওই ছাত্রী স্কুলে পরীক্ষা দিতে আসেনি। স্কুল ছাত্রীর মৃত্যুতে আমরাও শোকাহত। এই ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER