সৈয়দ রেজওয়ানুল হাবিব
উত্তর প্রদেশ থেকে আগত দুইজন মহিলা সহ তিনজন শিশুকে আটক করল বি.এস.এফের ৭৬নং ব্যাটলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।অবৈধভাবে সীমান্ত পার হওয়ার জন্য সিমান্তবর্তী-এলাকায় সন্দেহ জনকভাবে ঘুরতে দেখে তাদের জিজ্ঞাসা করে জওয়ানরা জানতে পারে তারা বাংলাদেশে যাওয়ায় জন্য এখানে এসেছে।বি. এস.এফ ধৃত দের স্বরূপনগর থানার হাতে তুলে দিলে তাদের বসিরহাট আদালতে পাঠায়।