সৈয়দ রেজওয়ানুল হাবিব
শুরু হলো স্বরুপ নগর থানার নির্মান মনষাতলায় নির্মান গ্রামবাসি বৃন্দের পরিচালনায় ২৪ প্রহর মহা হরিনাম যজ্ঞানুষ্ঠান। প্রতিদিন ১০ হাজার এর উপর ভক্ত সাধারন এই নাম যজ্ঞানুষ্ঠানে হাজির থেকে ভোগ প্রসাদ গ্রহন করেছে।আর তার জন্য এক দিকে চলছে নাম কীর্তন অন্য দিকে আগত দের জন্য পরিবেশিত হচ্ছে ভোগ বিতরন।তার জন্য আনা হয়েছে এমন একটি কড়া যাতে একবারে ২ কুঃ ২০ কেজি চাল রান্না করা যায়।