সুদিন মন্ডল
ভাতার এর 14টি গ্রাম পঞ্চায়েত এর 14টিতেই জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। 90%এরও বেশী আসনে জয়লাভ করে তৃণমূল প্রার্থীরা। ভাতার,বলগোনা, বামুনারা, আমারুন সব জায়গাতেই তৃনমূল প্রার্থীদের জয়জয়কার। পাশাপাশি 38টি পঞ্চায়েত সমিতির আসনের 37টি ও 3টি জেলা পরিষদ আসনের সবকটিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।