শ্যামল রায়
জামিনে মুক্তি পাওয়া ছেলেকে জেল থেকে বাড়ি আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবার। মৃতের নাম লুতফর বিশ্বাস (৪৮)। বাড়ি নদিয়ার চাপড়ায়। দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরে। বধূ নির্যাতনের অভিযোগে জেল হেপাজতে ছিল লুতফরের ছেলে বাদশা বিশ্বাস। বুধবার সে জামিনে মুক্তি পায়। তাকে বাড়ি আনতে গিয়ে বাস থেকে পড়ে মৃত্যু হয় লুতফর বিশ্বাসের।
বধূ নির্যাতনের অভিযোগে বাদশা বিশ্বাস(২৫)-কে গ্রেপ্তার করেছিল পুলিশ। ১৪ দিন জেল খাটার পরে তার জামিন মঞ্জুর হয়। ছেলেকে বাড়ি আনতে কৃষ্ণনগর গিয়েছিলেন লুতফর। ছেলেকে নিয়ে কৃষ্ণনগর থেকে চাপড়াগামী বাসে উঠতে যাওয়ার সময় বাস থেকে পড়ে যান তিনি। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। সঙ্গে সঙ্গে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।খবর পেয়ে ঘটনাস্থানে যায় কৃষ্ণনগর থানার পুলিশ। তাঁরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
অন্যদিকে লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে,তার নাম সুধাংশু দেবনাথ(৩৫)। বুধবার ঘটনাটি ঘটেছে তাহেরপুর থানার বাদকুল্লা ধানহাট এলাকায়। তার বাড়ি ওই থানার ভাদুড়ি তেতুলতলা এলাকায়। মৃতদেহ রানাঘাট মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, লরিটি আটক করা হয়েছে। ঘটনার পর লরির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।