সুদিন মন্ডল
সাংসদ মমতাজ সংঘমিতা,বিধায়ক সুভাষ মন্ডল,প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ আরও বিশিষ্ট নেতৃবর্গের উপস্থিতিতে গোটা ভাতার ব্লক জুড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করা হয় মঙ্গলবার দিনভর। হুডখোলা গাড়ি ও বাইক মিছিলের মাধ্যমে ভাতার এর কুবাজ পুর, খেরুর, নাসিগ্রাম, বড়বেলুন,বলগোনা,বনপাস প্রভৃতি যায়গায় প্রচার চালানো হয়।