বৃহস্পতিবার, মে ১০, ২০১৮

কূলচন্ডা তরুণ সংঘের রবীন্দ্রজয়ন্তী

সুদিন মন্ডল

ভাতারের মহাপ্রভু তলায় কূলচণ্ডা তরুণ সংঘের উদ্যোগে কবিগুরুর 158তম জন্মদিন পালিত হোলো মহা ধুমধামের সাথে।  প্রভাত ফেরী, কবির মূর্তিতে মাল্যদান,গান,কবিতা,নৃত্য প্রভৃতির মাধ্যমে কবিকে স্মরণ করা হয়। উপস্থিত আশ্রমের স্বামীজি সহ, প্রাক্তন বন আধিকারিক জয়ন্ত ধারা,বিশিষ্ঠ শিক্ষক স্বপন চৌধুরী, ক্লাব সভাপতি ধাত্রীপদ কোনার,বিশিষ্ট আইনজীবী কৃষ্ণ বিনোদ যশ  প্রমুখরা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER